আজকাল ওয়েবডেস্ক: পোষ্যকেই বেশি প্রাধান্য দেন। আর তাতেই বেজায় চটেছেন স্ত্রী। শুধু চটেছেন বললে ভুল হবে, স্বামীর অন্যের প্রতি বেশি সময় দেওয়ার কারণে সোজা তাঁর বিরুদ্ধেই মামলা করে বসেছেন।
পতি-পত্নীর মাঝে ‘ও’-কে নিয়ে ঝামেলা, বিবাদ নতুন নয়। তবুও কেন চর্চায় এই ঘটনা? কারণ যার প্রতি স্বামীর বেশি পক্ষপাতিত্ব, গুরুত্বের অভিযোগ তুলে বেঙ্গালুরুর যুবতী অভিযোগ দায়ের করেছেন, ‘ও’ আর কেউ নয়, তাঁদের পোষ্য বিড়াল।
২০২৪-এর ডিসেম্বরে কর্ণাটক হাই কোর্টে মামলার শুনানি হয়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে দু’ জনের সম্পর্কের অবনতি হওয়ার কারণ হিসেবে যৌতুক সহ একাধিক প্রসঙ্গ উঠে এলেও, যুবতী জানিয়ে দেন, এইসব কিছু সম্পর্কিত নয় ঘটনা। সবকিছু আবর্ত হয়েছে মূলত পোষ্যকে ঘিরে।
যুবতীর অভিযোগ পোষ্য নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত স্বামী, স্ত্রীকে সময় দেন না। বিড়ালকে ঘিরে দু’ জনের মধ্যে বিবাদ হয় অহরহ। বিড়ালটিও তাকে মাঝে মাঝেই আঁচড়ে দেয়।
এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আদালতের বিচারপতির বক্তব্যের অংশ সেটি। তাতে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন এই মামলা আদালতের সময় নষ্ট। কেউ বলছেন তিনিও তাঁর বিড়ালকে ছাড়া ভাবতেই পারেন না একটি মুহূর্ত।
